ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শাগুনি শালবনে ঈদের আনন্দে গন জমায়েত (ভিডিও)
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার ঈদের আনন্দে শাগুনি শালবনে চলছে গন জমায়েত। সরেজমিনে দেখা যায়,করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলে ও শালবনে মাস্ক বিহীন গন জমায়েত অসংখ্য ভীড় জমে উঠেছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান প্রতি বছরই ঈদের আনন্দে […]