বিরামপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ”সাদা সাদা, কালা কালা” গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। শত শত লোক ভীড় করছে গান শোনার জন্য, কেউ মাঠিতে খড় বিছেয়ে শুনছে কেউবা দাড়িয়ে, শীতের চাদর মুড়িয়ে আসছে গান শুনতে। দিনাজপুরের বিরল উপজেলার নিত্যনন্দন কবি গানের দল দিতি রানী সরকার এবং ওপার বাংলার লোককবি ফুলাবাড়ী উপজেলার সামিনুল ও তার দল […]