চিতলমারীতে কৃষকরা টমেটোর চারা তৈরিতে ব্যস্ত
সবজি উৎপাদনে বাগেরহাট জেলা সুপরিচিত।ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় এ জেলার উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে রফতানি করা হয়। বাগেরহাটের চিতলমারী এখন সবজি উৎপাদনে জেলার অন্যতম উপজেলা। উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও সারা পৃথিবীতে টমেটো সবজি হিসাবে পরিচিত।ভিটামিন ,আমিষ, খনিজ লবন সমৃদ্ধ টমেটো সবজি ও সালাদ হিসাবে সকলের কাছে পরিচিত।টমেটোর বৈজ্ঞানিক […]