মাছের পেট থেকে সোনার চেইন
সুশান্ত সরকার। পেশায় স্বর্ণকার। বাড়ি নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ায়। প্রতিদিনের মতো সোমবার বাজারে যান মাছ কিনতে। বাজার থেকে কিনে আনেন দুটি রুই মাছ। ওজন ছিলো তিন কেজি। বাড়িতে আনার পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। মঙ্গলবার (৪ জানুয়ারি) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, […]