ঠাকুরগাঁওয়ে পাষণ্ড ছেলের হাতে বাবা খুন
ঠাকুরগাঁওয়ে ফজলে হক নামে এক বাবাকে খুন করেছে পাষন্ড ছেলে গোলাম আজম। রোববার মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম (৩০) নিজ বাসায় ঘুমিয়ে পরলে। বাবা ফজলে হক তার বিছানায় মশারি টাংঙ্গীয়ে দিতে যান। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের ভেতরে […]