মেহেরপুরে প্রফেসর আবদুল মান্নানের জন্মবার্ষিকী উদযাপন
মেহেরপুর প্রতিনিধি: দেশবরণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, দুই বারের সংসদ সদস্য (সাবেক), রাজনৈতিক শিক্ষা গুরু, মিডিয়া ব্যাক্তিত্ব , সাংগঠনিক যাদুকর শ্রদ্ধাজন ব্যাক্তিত্ব সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের আকাশে সুস্থতার প্রথিককৃত প্রফেসর আবদুল মান্নান এর ৭৯ তম জন্মবার্ষিকী অনুস্ঠিত । আগামী পথচলা সাফল্য ও রাস্ট্রের মঙ্গলময়ের পথে আগামী হয়ে উঠুক জন্মবার্ষিকী এই কমনা করেন আ.খ.ম ইমতিয়াজ জুয়েল, সাধারণ […]