অভিশপ্ত জলবদ্ধতা থেকে মুক্তি পেতে চায় ভবদহের কৃষকরা
ভবদহের অভিশপ্ত জলবদ্ধতা থেকে মুক্তি পেতে কৃষকরা বিল খুকশিয়ার ডায়ের খালে বাঁধ নির্মাণ করে পলি অপসারণের কাজ শুরু করা হয়েছে। কৃষকের স্বার্থে জলাবদ্ধ ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য শ্রীহরি নদী ও ডায়ের খালের সংযোগস্থলে বাঁধ নির্মাণ শেষে ৮ ব্যান্ড স্লুইস গেটের পলি অপসারণের কাজ চলছে। জলাবদ্ধ পানি নিষ্কাশন হলেই বিল অভ্যন্তরের ৪০ হাজার বিঘা জমির […]