জাগো দুর্গা জগম্ময়ী অশুর বিনাসিনী শারদীয় আকাশে বাজে তোমারি আগমনী
জাগো দুর্গা জগম্ময়ী অশুর বিনাসিনী শারদীয় আকাশে বাজে তোমারি আগমনী।। জাগো দুর্গা—– রাতের নির্মল আলোর বাঁশিতে ভোর হয়েছে ভুবন মোহিনী হাসিতে।। শারদীয় আকাশ সেজেছে কাশফুলে তোমারি আগমনে মুখরিত হয়ে তুমি-যে জগম্ময়ী মা দশধারানী। জাগো দুর্গা—— তোমারি আগমনে ফুটেছে শিউলি রাতের সরোবরে দুলেছে পদ্মকলি।। পৃথিবীর বুকে যত জরা জীর্ণ ঘুচিয়ে জাগো দুর্গা জগম্ময়ী অশুর বিনাসিনী। জাগো […]