হয়ে উঠছে বড় বিপদের কারণ ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য
টাঙ্গাইল পৌরউদ্যানের চা বিক্রেতা লিয়াকত আলী। তার ছোট দোকানে প্রতিদিন ৪শ কাপ চা বিক্রি করেন। করোনার ঢেউ শুরু হতেই বদলে যায় চায়ের কাপ। প্রতিদিন প্রায় ২শ পিস ওয়ান টাইম প্লাস্টিক গ্লাসের প্রয়োজন হয় তার। পরিসংখ্যান বলছে, প্রতিদিন টাঙ্গাইল পৌর এলাকাতেই প্রায় দুই শতাধিক চায়ের দোকানে অন্ততপক্ষে ৩০ হাজারের পিসেরও বেশি ওয়ান টাইম প্লাস্টিক কাপ লাগে। […]