৪ হাজার বছর ধরে জ্বলন্ত অগ্নিকুণ্ড
আজারবাইজানের ট্যুরিস্ট গাইড রাহিলা। ‘ইয়ানার দাগ’ নামে পাহাড়ি জায়গাটির সামনে দাঁড়িয়ে পর্যটকদের তিনি বলছিলেন, এই আগুন চার হাজার বছর ধরে জ্বলছে, কখনো থামেনি। বৃষ্টি, তুষারপাত কিংবা বাতাসেও এই আগুন জ্বলতে থাকে। আজারবাইজানি ভাষায়, ‘ইয়ানার দাগ’ অর্থ জ্বলন্ত পর্বতমালা। দেশটির অঢেল প্রাকৃতিক গ্যাসের মজুদের এক পার্শ্বপ্রতিক্রিয়া এটি। কখনো কখনো গ্যাস ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ইয়ানার দাগের জ্বলতে […]