‘আইসক্রিমওয়ালা’ ফেলে আসা জীবনের গল্প
গ্রামের রাস্তার মোড়ে আইসক্রিমের কাঠের বাক্স পেটাচ্ছে ফেরিওয়ালা, সেই শব্দ কানে যেতেই ছুটে আসে ছোট ছোট ছেলে-মেয়েরা। চাল কিংবা পয়সায় বিক্রি করে নারকেল মেশানো লাল, সাদা, সবুজ রঙের আইসক্রিম। কাঠফাটা রোদে আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে জমে যায় ছোট-খাটো একটা আসর। এই চিত্রটি কল্পনা করলে ফিরে যেতে হয় নব্বই দশকে। কালের স্রোতে প্রায় হারিয়ে গেছে এই […]