সাকিবকে নিয়মিত চান মাহমুদ আগামী এক বছর
কথা হচ্ছিল তামিম ইকবালকে নিয়েই। তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না বলে যে খবর গত পরশু রাতে পরিবেশন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, সে প্রসঙ্গেই খালেদ মাহমুদের কথায় চলে এলেন সাকিব আল হাসানও। এই বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টরের ভাবনায় পরের এক বছর এমন গুরুত্বপূর্ণ যে দুজনকেই আলোচনায় টেনে আনলেন, ‘অবশ্যই (তামিমের […]