আজ ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী (ভেলুমিয়ার) ৭৬ তম জন্মদিন
কেএম জহুরুল হক (জনি) ফুলছড়ি, গাইবান্ধা থেকেঃ ১৯৪৫ সালে ১৫ এপ্রিল তৎকালীন গাইবান্ধা মহুকুমা বর্তমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে ঐতিহ্যবাহী মিয়া পরিবারে তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফয়জার রহমান মন্ডলের ঐরশে রত্নাগর্ভা মহিয়সি নারী মরহুমা হামিদুন্নেছার গর্ভে জন্মগ্রহণ করেন সোনার ছেলে মোঃ ফজলে রাব্বী মিয়া ওরফে ভেলুমিয়া। ভেলু মানে হচ্ছে মূল্যবান এই […]