কুমারখালী মেয়ে জান্নাতুল হতে চায় তৃণমূলের ডাক্তার
এম.ডি.জিলহজ খান, কুষ্টিয়াঃ কুমারখালী উপজেলার কাজীপাড়ার খোকসা সরকারি কলেজের প্রভাষক মোঃ বেলাল উদ্দিন মিয়া ও কুমারখালী অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষিকা জোবেদা খানম এর একমাত্র সন্তান জান্নাাতুল ফেরদৌস এবছর মেডিকেল পরীক্ষায় স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ পড়ায় যোগ্যতা অর্জন করছে। জান্নাতুল ফেরদৌস তৃণমূল মানুষের ডাক্তার হতে চায়।সে সকলের কাছে দোয়া চেয়েছেন।কুমারখালীতে এবছর ৫ জন সরকারী […]