‘পুরনো প্রেমিক’ লিখেছেন তৃষা চামেলি
পুরনো প্রেমিক তৃষা চামেলি দিনে দিনে কতোকিছুই না পুরোনো হয়ে যায় জামা, জুতো, অত্যাধুনিক অরনামেন্টস, ঘরদোর এমনকি এক সময়ের লেটেস্ট গাড়িও কিছুদিন পর পর সবই পুরনোই বটে ! এভাবেই সবকিছু পাল্টে আপডেট করে নিই যা সাধ্যে কুলায় আজও সেই পুরনো প্রেমিক নিয়ে চলি তাকে পাল্টানো কি অতীব জরুরি নয় ? ব্যাকডেটেড প্রেমিক দেখে বন্ধুরা টিপ্পনী […]