কবিতাঃ তোমার শহরে আমার বিচরণ
কবিতাঃ তোমার শহরে আমার বিচরণ রাকিবুল ইসলাম জুয়েল আমি বড্ড উম্মাদ হব, খালি পায়ে হেটে বেড়াব এই যান্ত্রিক শহর। প্রতিটা দেয়ালে কাঠ কয়লা দিয়ে, তোমার নামে ছাইয়ে দিব কবিতার বহর। তুমি যখন, বরের হাত ধরে হাটবে, ইট সুড়কি তোমায় হাতছানি দিয়ে ডাকবে। বলবে, এ ক্ষত তোমারি কারণে, আমি আজ বড্ড উম্মাদ, তোমার শেষ বারণে। […]