মসৃণ ত্বক পেতেযা করবেন এই সময়ে
দুই দিন খুব শীত তো আবার হঠাত্ বেশ গরম। এমন আবহাওয়ায় ত্বকের সুস্থতার প্রতি নজর দেওয়া জরুরি। বিশেষ করে মসৃণ ত্বকের প্রতি। কী করবেন পরামর্শ দিয়েছেন বিন্দিয়া বিউটি কেয়ারের রূপ বিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন মোনালিসা মেহরিন। এখন এমন আবহাওয়া যে তাল মেলানো কঠিন। আবহাওয়ার এমন চোর-পুলিশ খেলার সঙ্গে পাল্লা দিতে পারে শুধু সুস্থ আর সুন্দর […]