নেপালে চিরচেনা তামিম ইকবালের দেখা পাওয়া গেল
নেপালে চিরচেনা তামিম ইকবালের দেখা পাওয়া গেল। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩০ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রান করলেন তিনি চিতওয়ান টাইগার্সের বিপক্ষে। এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রদীপ আইরির সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তামিম। এর আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সোমবার (৪ অক্টোবর) কীর্তিপুরে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং […]