বিয়ের খরচ কমাতে বলিভিয়ায় ৩০ দম্পতির গণবিয়ে!
অনুষ্ঠানের খরচ কমাতে বলিভিয়ার রাজধানীতে গণবিয়ে করলেন ৩০ দম্পতি। স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। শনিবার (৬ নভেম্বর) লা পাজ শহরে আয়োজিত হয় এই অভিনব অনুষ্ঠানের। বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয় বর আর কনেরা। কয়েকটি দম্পতি জানায়, মহামারির কারণে বারবার বিয়ের অনুষ্ঠান পেছানো হচ্ছিল। লকডাউন এবং কোয়ারেনটাইনের মতো শক্ত বিধিমালার কারণেও গণ জমায়েতের অনুমতিও […]