কয়েক যুগ পরে বোয়ালমারী হাসপাতালের জরাজীর্ণ ছাপড়া মসজিদ দুই তলা হতে যাচ্ছে
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হাসপাতাল মসজিদ বেশ কয়েক যুগ পরে দুইতলা মসজিদে রুপানরিন্ত হতে যাচ্ছে। মসজিতটি ৮০ দশকের দিকে সর্ব প্রথম মাটি দিয়ে নির্মাণ করা হয়। পরে ইট বালু দিয়ে ওয়াল করে ছাপড়া মসজিদ নির্মাণ করা হয়। এদিকে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পরিনত হয়েছে। বর্তমান উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. […]