দেবব্রত মাজীর কবিতা “সোজাসাপটা”
সোজাসাপটা দেবব্রত মাজী এবার ভেবেছি করবো শেয়ার মঞ্চ বলবে সবাই, উঠছে দেখ সরপঞ্চ। উঠেছি করবো বলে কবিতা পাঠ বললো সবাই, কাটবে এবার পাট। পেয়েছি জীবনে অনেক আঘাত এবার দেবো সবার কাজে ব্যাঘাত। বলেছি, যাবো এবার ঘুরতে কাশী বলছে সবাই, বাজাবে কৃষ্ণের বাঁশি। গেলে বাজার, বলবে উঠাবে ফয়দা দেখেনি কোনোদিন, মাখতে ময়দা। […]