আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা
অলোক মজুমদার, চিতলমারী বাগেরহাটঃ রবীন্দ্রনাথের সুরে হোলির রং আমাদের মর্মে লাগুক— ওহে গৃহবাসী খোল,দ্বার খোল,লাগলে যে দোল, জলে স্থলে বনতলে লাগলো যে দোল।দ্বার খোল,দ্বার খোল- দোল হিন্দু সভ্যতার প্রাচীন উৎসব।নারদ পুরাণ,ভবিষ্য পুরাণ দোল উৎসবের বিবরণ পাওয়া যায়। ৭ম শতাব্দীর এক শিলা লিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক ‘হোলিকোৎসব’ পালনের উল্লেখ পাওয়া যায়।হর্ষবর্ধনের নাটক” রত্নাবলী”ও আলবিরুনীর […]