ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আবার সচল করলেন নব-নির্বাচিত মেয়র
আব্দুস সোবহান | নড়াইলঃ ১৬ মার্চ -২০২১ খ্রি. নড়াইলে উন্নত প্রযুক্তির ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দীর্ঘদিন পরে থাকার পর নতুন করে আবার চালু করা হয়েছে। মঙ্গলবার নড়াইল পৌরসভার আয়োজনে এলাকার গোহাট খোলা এলাকায় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত এ প্লান্ট আবার চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর […]