নায়িকা আঁচল এর বডিগার্ড হয়ে কাজ করলেন হাসান জাহাঙ্গীর ‘বডিগার্ড’
চলচ্চিত্র নায়িকা আঁচলের বডিগার্ড হলেন হাসান জাহাঙ্গীর। তবে তা বাস্তবে নয় নাটকে। নাটকের নাম বডিগার্ড। ৭ পর্বের নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। আঁচল, হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, ডন, অনন্যা অনু, শাহীন প্রমুখ। এ নাটক প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, এ যাবতকালে আমি যত নাটক করেছি তার মধ্যে এটি […]