প্রথমবারের মতো পণ্য নিয়ে চিলমারী নৌবন্দরে ভারতীয় নৌযান
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে নোঙ্গর করলো কয়লাবাহী ভারতীয় নৌযান (বলগেট) এমবি এইচ আলী। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ভারতের আসামের ধুবরি থেকে ব্রহ্মপুত্র নদ নৌরুটে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছায় কয়লাবাহী নৌযানটি। চিলমারী নৌবন্দরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৯ সালে চিলমারী নৌবন্দরে ভারত […]