মণিরামপুরে জলাবদ্ধতায় নাকাল পানিবন্ধিরা, ব্যাহত হচ্ছে পাঠদান
জলাবদ্ধ এলাকা থেকে ফিরে এস এম তাজাম্মুলঃ গেলো কয়েকদিনের এক টানা ভারী বর্ষণে মনিরামপুর পৌরসভা সহ উপজেলার ৫০টি গ্রামের ১লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড কৃত ১১২ মিঃমিঃ এই বৃষ্টিতে জলাবদ্ধ এলাকার মানুষ এক দুর্বিষহ দিন পার করছে। মনিরামপুরের অন্যতম জলাবদ্ধ নিচু এলাকা ভবদাহ ছাড়াও হরিদাসকাঠি, হোগলাডাংগা, পাচবাড়িয়া, পাচকাঠিয়া, পোড়াডাংগা, পদ্মনাথথপুর, হাজিরহাট, সুন্দলীর […]