প্রথম বুক না কেটে পুরোনো ভাল্বে নতুন ভাল্ব প্রতিস্থাপন
বাংলাদেশে এই প্রথম বুক না কেটে প্রতিস্থাপিত হার্ট ভাল্বে নতুন করে ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। গত রোববার (১৭ এপ্রিল) রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বে একদল চিকিৎসক ভাল্ব ইন ভাল্ব (পুরোনো অ্যাওর্টিক ভাল্বের ভেতরে নতুন ভাল্ব) অপারেশন সম্পন্ন করেন। ভালো আছেন রোগীও। এর আগে ২০১১ সালে ৭৫ বছর বয়সী এক […]