‘প্রথম প্রহরে প্রেমের ঘোর’
প্রথম প্রহরে প্রেমের ঘোর লেখক: মানিক হোসেন তোমায় চুপিসারে দেখতাম, এখন অনেক কাছে। যখন তুমি সামনে আসতে, অপরূপ অপ্সরার সাজে। কথা বলতাম, কন্ঠের জোরে। অবাক থাকতাম তোমার চোখের চাহনিতে। ভয়ে ভয়ে ভিতর শূন্য করে। তোমার টিপের ইশারায় ইচ্ছে মিটিয়ে চেষ্টা করতাম স্পর্শে এগিয়ে যেতে। জানতাম তুমি চাইতে জড়িয়ে ধরে নিজেকে নিবেদন করতে। অপূর্ণতা রাখতে ঘুরে […]