ইতিহাসের অমর প্রেমকাহিনীর লায়লা-মজনুর ‘শেষ পরিণতি’ কী হয়েছিল?
গুটিকয়েক মানুষজন বাদে প্রায় সকলের কাছেই ভালোবাসা বেশ পবিত্র একটি বিষয়। অনেক সাধ ও আকাঙ্ক্ষার একটি ব্যাপার হচ্ছে ভালোবাসা। সব মানুষই জীবনে কারো না কারো প্রেমে পরেন। আর সেই ধারায় একে অপরের প্রেমে পড়েছিলেন লায়লা ও মজনু। মধ্যযুগের ইরানি কবি নিজামী তার কাব্য লায়লা-মজনুর জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আরব মিথ ‘লায়লা-মজনু’ অবলম্বনে তিনি তার […]