বয়ঃসন্ধি আপনাকে কতটা কষ্ট দিয়েছে?
Zeba Saraf : মেয়ে হিসেবে পিউবারটির সময়টা বড় বিচিত্র; মেন্সট্রুয়েশন শুরু হবার পর নিজের শরীরের সাথে একটা শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল রীতিমত। আগে যেসব ব্যপারে একটুও দুশ্চিন্তা করতে হতোনা, হুট করে সেইসব ব্যপারে ভেবেচিন্তে ঘেমেনেয়ে একাকার। খুব সেলফ-কনশাস হতে শুরু করাটা ওই সময়েই। ছেলেদের মনে হত ভিনগ্রহের এলিয়েন- ওদের ঠিক মনুষ্যজাতির অংশ বলে মনে হতোনা। […]