ইসলামের অবদান ভারতীয় সমাজে
মুসলিমরা ভারতবর্ষের জন্য যেসব ধর্মীয় সম্পদ এনেছিল, তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহর একত্ববাদ। একজন ঈমানদার এক, অদ্বিতীয় ও অমুখাপেক্ষী স্রষ্টায় বিশ্বাস করে—যিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি। আর কেউ তার সমকক্ষও নয়। সব সৃষ্টি তার জন্য এবং সৃষ্টিজগতের কর্তৃত্বও তার জন্য। আসমান-জমিনের রাজত্বও শুধু তাঁর। ভারতবর্ষের প্রসিদ্ধ পণ্ডিত কে এম পানিক্কর […]