স্কটল্যান্ডের কাছে হার বাংলাদেশ
গ্যালারি জুড়ে লাল-সবুজের পতাকার ওড়াওড়ি আর বাংলাদেশের জার্সির ছড়াছড়ি। বিশ্বকাপে চোখের সামনে দেশের খেলা, প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনা তুমুল। মাঠের লাউড স্পিকারে বাংলা গানও বেজে উঠল ক্ষণে-ক্ষণে। কিন্তু যা ঘিরে এত আয়োজন, সেখানেই তাল-লয়-সুর কিছু নেই! বোলিংয়ে শুরুর ধার পরে হারিয়ে, ব্যাটিংয়ে নিজেদের ছায়া হয়ে দাঁড়িয়ে বিবর্ণ বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে গেল স্কটল্যান্ডের কাছে। ম্যাচ […]