ইংল্যান্ড ভারতকে হারিয়ে সিরিজে ফিরল
লর্ডসে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ভারত। লড়াইয়ে এবার জয়ী হলো ইংলিশরা। ভারতকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। লর্ডসের যে উইকেটে খেলা হয়েছে কাল, তার আবার দুর্নাম আছে ‘টু পেসড’ উইকেট বলে। মানে, একটা বল তার স্বাভাবিক গতিতে আসে তো আরেকটা বল আসে স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে, সেটা আবার বোলারের কোনো […]