মণিরামপুরে ইউপি সদস্যকে বেধড়ক মারপিট
যশোর জেলার অন্তর্গত মণিরামপুর থানার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর বাটবিলা ইউপি সদস্যকে সালিশী/মীমাংসার জেরে রাতের আঁধারে রাস্তারোধ করে বেধড়ক মারপিট করেছে স্থানীয় কিছু ব্যাক্তি। সরেজমিন গিয়ে জানা যাই, দুর্বাডাঙ্গা ইউপির ২ নম্বর বাটবিলা’র ইউপি সদস্য মোঃ নরিম উদ্দিন মালী (৪৮) পিতা: মৃত হারেজ আলী মালীকে গত ১১.০৪.২০২২ ইং রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ […]