রোলেক্সের সবচেয়ে সস্তা ঘড়ির মূল্যও চোখ কপালে তুলবে
বিশ্ব বিখ্যাত হাতঘড়ি ব্রান্ডের মধ্যে অন্যতম রোলেক্স। যারা হাত ঘড়ি ব্যবহার করেন, তাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে এই কোম্পানির ঘড়ি। এ ব্রান্ডের সবচেয়ে সস্তা ঘড়ির দাম শুনলে সবারই চোখ কপাবে উঠে যাবে। জানা গেছে, রোলেক্স ঘড়ির মধ্যে ভিনটেজ একটির দাম প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া সাবমেরিনার মডেলের সবচেয়ে কম দামে যে ঘড়িটি পাওয়া যায়, এর […]