কিসের ভবিষ্যৎ? আমাদের আর ভবিষ্যৎ নেই
সুদান-চাদ সীমান্তের কাছে একটি শহর আদ্রে। কর্দমাক্ত নোংরা কাঁচা রাস্তা। ধুলোমাখা পথেই চিন্তায় বিভোর হয়ে বসে আছেন বুথাইনা (৩৮)। সঙ্গে আরও কিছু নারী। প্রত্যেকের কোলেই রয়েছে তাদের পরম আদরের সন্তানরা। এটাই হয়তো তাদের একমাত্র সম্বল! কেননা কানাকড়ি তো দূরের কথা কোনোমতে জীবন বাজি রেখে পালাচ্ছেন তারা। দানা-পানির অভাব আর মৃত্যুর ঝুঁকি নিয়ে শুধু ছুটে চলছেন […]