ভূমিধসে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩, নিখোঁজ অনেক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাড়ে তিন দফায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন অনেকে। খবর বিবিসির। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এ ভূমিধসে বহু মানুষ হতাহত হন। এছাড়া আটকা পড়েন শতাধিক মানুষ। দুর্ঘটনার পরপরই […]