ঠাকুরগাঁওয়ে সরকারি রাস্তা বেদখলে, শতাধিক পরিবারের ভোগান্তিতে
পাকিস্তান আমল থেকে এই জায়গাত হামেরা বাড়ী করে আছি, খালি শুনেছি সরকারি রাস্তা আছে কিন্তু বাস্তবে কিছুই নেই, হামরা ভালোমতো চলাফেরা করিবা পারিনা। মেম্বার চেয়ারম্যানলা খবরও নেয় না।এভাবে ভারাক্রান্ত কণ্ঠে কথা গুলো বলতেছিলেন ষাটোর্ধ বৃদ্ধ হোসেন আলী। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের তুরুকথা মাদ্রসা পাড়া গ্রামের প্রায় ১০০ পরিবারের চলাচলের উপযোগী রাস্তা না […]