ঘুরে আসুন বিখ্যাত কবি মাইকেল মধুসূদনের মধুপল্লী
মধুপল্লী যেতে হলে দেশের যে কোন প্রান্ত হতে যশোর জেলা শহরে আসতে হবে। এরপর বাসে চড়ে কেশবপুর আসতে হবে। কেশবপুর উপজেলায় কবি মধুসূদন দত্তের বাড়ি, বাংলা কবিতায় সনেটের প্রবর্তক বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এই সাগরদাঁড়িতে রয়েছে মধুপল্লী, তাঁর বাড়ি। যশোর বাসস্ট্যান্ড থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে কেশবপুরের কপোতাক্ষ নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই […]