সূর্যের বিরল ছবি তুলল মহাকাশযান আদিত্য
প্রথমবারের মতো সূর্যের ‘বিরল’ ফুল-ডেস্ক ছবি তুলেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল১। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাইক্রো ব্লগিং সাইট টুইটে এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলেছে, ছবিগুলো তোলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট ওয়েবলেন্থের কাছে। ‘এরমাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ’আদিত্য-এল১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োল্যান্ট […]