নিজের কাজটা করতে হবে, বাকিটা আল্লাহর হাতে: মুমিনুল হক
মুমিনুল হকের টি-টোয়েন্টি কখনই স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ছিল না। বিপিএলেও তাই কখনই সেভাবে আলো ছড়াতে পারেননি। দুই আসর পর টুর্নামেন্টের মাঝপথে সবাইকে চমকে দিয়েই রংপুর রাইডার্সে ডাক পেলেন তিনি। বিপিএলের মাঝপথে অপ্রত্যাশিতভাবে দল পাওয়ার পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মুমিনুল। কৃতজ্ঞতা জানিয়ে মুমিনুল বলেন, সব সময় এটা বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে। অন্য সবাই খেলছে, ভালো […]