মেহাজাবীন দুই নায়কের প্রশংসা করেছেন
হাল সময়ে নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাকে নাটকের রানি বলা হয়ে থাকে। উৎসব-পার্বণে মেহজাবীনের নাটক আলাদা মাত্রা তৈরি করে। দর্শকদের বিশেষ আনন্দ দেয়। নাটকের পরিচিতজনরা সম্প্রতি ওয়েবে ঝুঁকেছেন। সে তালিকায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরীও। এই যেমন আজ মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। শোনা যাচ্ছে সিনেমায় থিতু হতে চাইছেন মেহজাবীন। এ প্রসঙ্গে […]