যেভাবে হাওয়া করে দেয় বাস যাত্রীদের ফোন
ভিক্টর বাস। গাদাগাদি যাত্রীতে ভরা। পা ফেলার জায়গা নেই। বসা যাত্রীদের ওপর ঝেকে দাঁড়িয়ে আছে যাত্রীরা। কারও কাঁধে ব্যাগ। কারও পকেটে ফোন। ফোন বাজলেও রিসিভ করার সুযোগ নেই। প্রতিদিনের মতো আজও ব্যতিক্রম ছিল না। রাজধানীর উত্তরা থেকে সকাল ৮টায় যাত্রী বোঝাই ভিক্টর বাস কোকাকোলায় পৌঁছে। গাদাগাদি যাত্রীদের মধ্যে একজনের পকেটের ফোন প্রায় হাওয়া। সিটে বসা […]