সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপেছেন সোনম কাপুর
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপেছেন সোনম কাপুর। রাখি সাওয়ান্তের পর উরফিরা যখন বিভিন্ন খোলামেলা পোশাকে গণমাধ্যমেরও নজর কাড়ছেন, তখন সোনম বললেন, শুধু নেট দুনিয়ার দোষ দিয়ে কী লাভ। ফটোগ্রাফাররাও এখন নগ্নতার ওপরেই বেশি ফ্ল্যাশ করছেন। এদিকে আগামী মাসেই মা হতে চলেছে সোনম। নিজের ফটোশুটের ক্ষেত্রেও অনেক সমালোচনা সনমেরও আছে। তাই এ নিয়ে নেটদুনিয়ায় বেশ তর্কও বিদ্যমান। […]