আজ রানি ম্যাথিলডে খুলনা সফরে আসছেন
বেলজিয়ামের রানি ম্যাথিলডে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন। জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কালাবগীর ঝুলন্তপাড়ায় যাবেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রামসহ ঝুলন্তপাড়া ঘুরে দেখবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন। এদিকে, বেলজিয়ামের রানির এই সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাকোপ উপজেলা প্রশাসন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]