ব্যাড বয় লুকে ধরা দিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান!
চোখের ওপরে করা ট্যাটু বলে দিচ্ছে তিনি ব্যাড বয়। লুকে নতুনত্ব আনতে মাথার চুলের পুরোটা ব্রাউন রং করা হয়েছে। এভাবেই আগামীতে সিনেমার পর্দায় দেখা যাবে বর্তমান সময়ে ঢালিউডে ব্যস্ততম চিত্রনায়ক জিয়াউল রোশানকে। যে সিনেমার জন্য রোশানের এতকিছু, সেই সিনেমাটির নাম ‘পাপ’। এমনই একটি লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘পাপ করি’। […]