লেওয়ানডস্কি সান্ত্বনা হিসেবে ‘লবণের বল’ পাচ্ছেন
ব্যালন ডি’অর জয়ে এবার ফেভারিট ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি। বছরজুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি। বায়ার্নের গোলমেশিন বলা হয় তাকে। পোল্যান্ডের মানুষ তার ব্যালন ডি’অর জয়ের আশায় বুক বেঁধেছিল।কিন্তু পোলিশদের হতাশ করে পুরস্কারটা ওঠে লিওনেল মেসির হাতে হতাশার কালোমেঘকে হালকা করতে পোল্যান্ডের শহর ওয়েলিকজাকার জনগণ অভিনব এক পরিকল্পনা হাতে নিয়েছে। লেওয়ানডস্কিকেই ব্যালন ডি’অর জয়ী হিসেবে […]