‘লেখকের অনুভূতি’
এভাবে লেখা-লেখির আঙিনায় চলে আসব কখনাে ভাবিনি। ছােটবেলা থেকে এমন কোনাে ইচ্ছা বা প্রচেষ্টাও ছিলো না আমার মধ্যে।অকপটেই স্বীকার করছি নিজের কমতি গুলোর কথা।কারণ অন্যায়ের সাথে কোনো আপোষ নেই আমার।আমার বেড়ে উঠা ভালাে কোনো পরিবেশ অথবা শিক্ষিত কোনো দীনদার পরিবারে নয় বরং গ্রামাঞ্চলের আর দশটি সাধারণ জন পরিবারের মতােই দীনহীন ও মধ্যবিত্তের চত্ত্বরে বেড়ে উঠা।ছোট […]