মিজানুর রহমান বেলাল টিভির নাটক লিখে সেঞ্চুরি করলেন
মিজানুর রহমান বেলালের জন্ম নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। শৈশব কেটেছে গ্রামে। পেশায় একজন প্রকৌশলী হলেও লেখালেখিতে তিনি কবি ও নাট্যকার। দেড় যুগ ধরে লেখালেখি করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার লেখা ১শ টিভি নাটক-টেলিফিল্ম জনপ্রিয় সব টিভি চ্যানেলে প্রচার হয়ে গেল। তার টিভি নাটক নিম্নবিত্ত ও মধ্যবিত্তের টানাপোড়ন, যাপিত জীবনের আখ্যায়ন, মানুষের নানান অসঙ্গতি উঠে […]