এসআই ৪ দিন লেগুনার হেলপারি করে খুনের আসামি ধরলেন
রাজধানীতে লেগুনাচালকের হেলপার সেজে টানা চারদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, সাইনবোর্ড, কোনাবাড়ী, ডেমরা, চিটাগাং রোড আর নারায়ণগঞ্জের জালকুড়ি লেগুনাস্ট্যান্ডে হেলপারিকরে যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আল আজাদ ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন। সাথে এই অভিযানের মাধ্যমে সেই আসামিকেও ধরেছেন তিনি। এর আগে, মেয়র হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি […]